বেনগাজিতে সংঘর্ষে নিহত ৩০

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সরকারি সেনা ও ইসলামি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 29 July 2014, 02:03 PM
Updated : 29 July 2014, 02:03 PM

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল বলে হাসপাতাল কর্মীরা জানিয়েছেন। দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা হয়েছে।

বেনগাজির একজন হাসপাতাল কর্মকর্তা রয়টার্সকে জানান, দুপুর পর্যন্ত তাদের কাছে ৩০টি লাশ এসে পৌঁছেছে। তবে নিহতরা কোন পক্ষের লোক তা জানা যায়নি।

বেনগাজিতে তুমুল লড়াইয়ের পাশাপাশি রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে চলামন সংঘর্ষ লিবিয়াকে চরম বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

২০১১ সালের গৃহযুদ্ধে সেনাশাসক গাদ্দাফির পতনের পর লিবিয়ায় গত দুই সপ্তাহ জুড়ে সবচেয়ে ভয়াবহ সহিংসতা চলছে।