রাশিয়া নিউক্লিয়ার চুক্তি লঙ্ঘণ করেছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া মধ্যবর্তী পাল্লার নিউক্লিয়ার অস্ত্র চুক্তি লঙ্ঘণ করেছে অভিযোগ করে বিষয়টি নিয়ে দ্রুত দ্বিপাক্ষিক বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

>>রয়টার্স
Published : 29 July 2014, 07:26 AM
Updated : 29 July 2014, 07:26 AM

সোমবার যুক্তরাষ্ট্রের জানানো এই অভিযোগে দেশদুটির নাজুক সম্পর্ক আরো নাজুক হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

দুই পরাশক্তির শীতল যুদ্ধ চলাকালীন করা ওই চুক্তিটি ১৯৮৮ সালে নবায়ন করা হয়েছিল। এই চুক্তিতে ৫শ’ থেকে সাড়ে ৫ হাজার কিমি পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল।

এক বিবৃতিতে ওবামা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, “এটি খুব গুরুতর একটি বিষয় যা কিছুদিন ধরেই রাশিয়াকে জানিয়ে আসছিলাম আমরা।”

“এই চুক্তির আওতায় তার দায়িত্ব পালনে ফিরে আসার জন্য রাশিয়াকে উৎসাহিত করেছিলাম আমরা এবং

চুক্তিটি মেনে চলছে এটি প্রমাণ করার জন্য নিষিদ্ধ সব বস্তু ধ্বংস করার জন্য বলেছিলাম,” বলেন তিনি।

তবে রাশিয়া চুক্তিটি কীভাবে লঙ্ঘণ করেছে তা বর্ণনা করেননি ওই কর্মকর্তা।

অবশ্য জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, রাশিয়া একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে এমন তথ্য ওয়াশিংটন তার নেটো মিত্রদের জানিয়েছিল।