গাজায় মানবিক অস্ত্রবিরতির আহ্বান ওবামার

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় আশু ও নিঃশর্ত মানবিক অস্ত্রবিরতির জন্য চাপ দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

>>রয়টার্স
Published : 28 July 2014, 08:04 AM
Updated : 28 July 2014, 08:04 AM

রোববার নেতানিয়াহুকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ওবামা।

এ সময় ২০১২ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতির ভিত্তিতে শত্রুতার অবসান ঘটানোর আহ্বান জানান ওবামা।

ফোনালাপে ইসরায়েলি –ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানে “গাজার সামরিকায়ন বন্ধ ও সন্ত্রাসী গোষ্ঠিগুলোর অস্ত্রত্যাগ নিশ্চিত করা দরকার” বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে ইসরায়েল, ফিলিস্তিন ও ইসলামপন্থী হামাসকে একটি মানবিক অস্ত্রবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযানে এ পর্যন্ত ১,০৩১ জন ফিলিস্তিনি ও ৪৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি ও শিশু হলেও নিহত ইসরায়েলি দের ৪৩ জনই সামরিক বাহিনীর সদস্য।

সোমবার গাজায় ঈদ পালিত হচ্ছে। দিনটিতে আনুষ্ঠানিক কোনো অস্ত্রবিরতি না চললেও দুপক্ষই হামলা বন্ধ রেখেছে।