দক্ষিণ সুদানে খাদ্যসঙ্কট চরমে: জাতিসংঘ

দক্ষিণ সুদান ‘বিশ্বে সবচেয়ে চরম খাদ্যসঙ্কটে’ পড়েছে জানিয়ে এ পরিস্থিতি মোকাবেলায় আশু ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 06:42 PM
Updated : 27 July 2014, 06:42 PM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সুদানের খাদ্যসঙ্কট মোকাবেলায় রোববার দাতাদেশগুলোকে প্রতিশ্রুত ৬১ কোটি ৮০ লাখ ডলারের সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশুতহবিল ইউনিসেফ জানায়, সুদানের খাদ্যসঙ্কটের শিকার হবেন দেশটির ৪০ লাখ জনগোষ্ঠী যা মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।

আন্তর্জাতিক সহায়তা বাড়ানো না হলে দেশটির ৫০ হাজার শিশু ক্ষুধার কারণে মারা যেতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি।

গত ডিসেম্বরে সুদানের ক্ষমতাসীন দলের বিবদমান বিভিন্ন গ্রুপের মধ্যে লড়াই শুরু হওয়ার পর অন্তত ১০ লাখ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

দেশটিতে রাজনৈতিক সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সদ্য স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এর অনুসারী ও তার ডেপুটি রিয়াক মেচারের অনুসারীদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে লড়াই চলছে।

মাসের পর মাস ধরে চলা সংঘর্ষের কারণে কৃষকরা মাঠে ফসল ফলাতে পারছে না। দেশটিতে খাদ্য সঙ্কট দেয়া দেয়ার এটি একটি বড় কারণ।

দীর্ঘ লড়াইয়ের পর অবিভক্ত সুদানের কাছ থেকে ২০১১ সালে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান।