যুদ্ধবিরতি প্রত্যাখান হামাসের, রকেট নিক্ষেপ

জাতিসংঘের অনুরোধে ইসরায়েল যুদ্ধবিরতি ২৪ ঘন্টা বাড়ানোর ঘোষণা দিলেও প্র্রত্যাখান করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে হামাস।

>>রয়টার্স
Published : 27 July 2014, 09:03 AM
Updated : 27 July 2014, 09:03 AM

রোববার ইসরায়েল ঘোষিত ‘যুদ্ধবিরতি’ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দেশটিতে অনেকগুলো রকেট নিক্ষেপ করে গাজার যোদ্ধারা।

সকালের ব্যস্ত সময়ে দক্ষিণ ও মধ্য ইসরায়েলে রকেট আগমণের সাইরেনে ছোটাছুটি শুরু হয়ে যায়।

অন্তত পাঁচটি রকেট ইসরায়েলি ভূখণ্ডে যেয়ে আঘাত হানে এবং বাকী দুটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার ইসরায়েল ও হামাসের মধ্যে ১২ ঘন্টার যুদ্ধবিরতি সফলভাবে শেষ হওয়ার পর জাতিসংঘের অনুরোধে যু্দ্ধবিরতি আরো ২৪ ঘন্টা বাড়াতে সম্মত হয়েছিল ইসরায়েল।

তবে ওই ২৪ ঘন্টার যুদ্ধবিরতি চলাকালে গাজায় হামাসের সুড়ুঙ্গের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় দেশটি।

অপরদিকে, যুদ্ধবিরতির সময়টিকে পরবর্তী হামলার প্রস্তুতির জন্য ব্যবহার করেছে ইসরায়েল, এই অভিযোগ করে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে অনীহা প্রকাশ করে হামাস।