শুনানিতে ঘুমিয়ে পড়লেন বিচারক

ব্রিটেনে শিশু ধর্ষণের একটি মামলায় যুক্তিতর্ক চলাকালে বিচারক ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 03:43 PM
Updated : 26 July 2014, 04:05 PM

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টারের রাজকীয় আদালতের বিচারক ফিলিপ কেটান-এর বিরুদ্ধে এখন তদন্ত চলছে। তাকে পদ থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি ধর্ষণের মামলাটিও অপর একটি বেঞ্চে পুনরায় শুনানির জন্য স্থানান্তর করা হচ্ছে।

অভিযোগ প্রমাণিত হলে লর্ড চ্যান্সেলর ও লর্ড চিফ জাস্টিজ ওই বিচারকের বিরুদ্ধে ২০১৩ সালের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানায় জুডিসিয়াল কন্ডাক্ট ইনভেস্টিগেশন সার্ভিস।

আইনজীবীরা অভিযোগ করেন, ধর্ষণের শিকার হয়ে আদালতে হাজির হওয়া একজনকে জেরা করার সময় রেকর্ডার ফিলিপ কেটান ঘুমিয়ে পড়েন।

অভিযুক্ত কেটান মূলত জেরা নথিভুক্ত করার দায়িত্ব পালন করেন। তবে বছরে ১৫ থেকে ৩০ দিন বিচারক হিসেবেও কাজ করার সুযোগ পান তিনি।

রাজকীয় প্রসিকিউসন সার্ভিস জানায়, আদালতের খাস কামরায় সৃষ্ট ঘটায় ওই বিচারককে অব্যহতি দেয়া হয়েছে।