তালেবানের নৃশংস হত্যার শিকার নারী-শিশুসহ ১৫

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা তিন নারী ও এক শিশুসহ অন্তত ১৫ জন বাসযাত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে। মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে ফেরোজকোহ শহরের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 04:46 PM
Updated : 25 July 2014, 05:18 PM

শুক্রবার প্রাদেশিক পুলিশ প্রধান জানিয়েছেন, জঙ্গিরা দুটো মিনিবাস থামিয়ে যাত্রীদের নিচে নামায় এবং লাইনে দাঁড় করিয়ে একে একে তাদেরকে গুলি করে হত্যা করে। তবে এদের মধ্যে এক যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহতরা সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ।তাদের মধ্যে নববিবাহিত এক দম্পতিও ছিল।

আফগানিস্তানে এ বছরের শেষ দিকে নেটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর চলে যাওয়ার প্রস্তুতির এ সময়ে বেসামরিক মানুষ নিহতের সংখ্যা বাড়ছে। জাতিসংঘের হিসাবমতে, এ বছর প্রথম ছয়মাসেই দেশটিতে নিহত হয়েছে প্রায় ৫ হাজার মানুষ।

গত বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীরা ফিনল্যান্ডের দুই নারী ত্রাণকর্মীকে হত্যা করে। এছাড়া, একইদিন তাখার প্রদেশে এক আত্মঘাতী মোটরসাইকেল আরোহীর হামলায় ছয়জন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়।