ইউক্রেইনে গোলা ছুড়েছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউক্রেইনের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাতে দেশটির সীমান্ত বরাবর রাশিয়া গোলা ছুড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 01:46 PM
Updated : 25 July 2014, 01:46 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র মারিয়ে হার্ফের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা বৃহস্পতিবার বলেছে, “ইউক্রেইনের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাতে রাশিয়ার গোলা ছোড়ার নতুন প্রমাণ আমরা পেয়েছি”।

হার্ফ আরো বলেন, “ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদেরকে রাশিয়া আরো শক্তিশালী এবং আধুনিক রকেট লাঞ্চার দিতে ইচ্ছুক এমন প্রমাণও আমরা দেখাতে পারি”।

পূর্ব ইউক্রেইনে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট ভূপাতিত হওয়ার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র এ মন্তব্য করল। ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ভূপাতিত করে বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ওই প্রমাণ পেয়েছে বলে জানান হার্ফ। তবে রাশিয়া বরাবরই ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদেরকে রকেট লাঞ্চার সরবরাহ করার কথা অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র এর আগে বুধবার এমএইচ১৭ ফ্লাইট ভূপাতিত হওয়ার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে আন্তর্জাতিক চেষ্টা চলছে। রাশিয়ার দেয়া এসএ-১১ বিইউকে ক্ষেপণাস্ত্র দিয়েই রুশপন্থি বিদ্রোহীরা ভুলবশত বিমানটি ভূপাতিত করে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের।

কিন্তু পূর্ব ইউক্রেইনের নেতৃস্থানীয় বিদ্রোহীরা ওই দুর্ঘটনার সময় ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকার বিষয়টি নিয়ে পরষ্পরবিরোধী কথা বলেছে।