পোপের সঙ্গে সাক্ষাৎ সুদানের মরিয়মের

মৃত্যুদণ্ড থেকে রক্ষা পাওয়া সুদানের নারী মরিয়ম ইয়াহিয়া ইব্রাহিম ভ্যাটিকানের পোপ ফ্রন্সিসের সঙ্গে দেখা করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 05:53 PM
Updated : 24 July 2014, 07:00 PM

রাজধানী খার্তুমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একমাস অবস্থানের পর বৃহস্পতিবার সপরিবারে ইতালির রোমে চলে যান মরিয়ম।

ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর দেশীয় আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেয় সুদানের একটি আদালত। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও চাপের কারণে পরে সে আদেশ প্রত্যাহার করে নেয় সরকার।

মুসলিম বাবা আর খ্রিস্টান মায়ের ঘরে মরিয়মের জন্ম। সুদানের আইন অনুযায়ী পিতার ধর্মীয় পরিচয়েই বড় হয়েছিলেন তিনি। তবে কখনো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না বলে মরিয়ম নিজেই দাবি করেছেন।

ইতালি পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনসি। এসময় তিনি বলেন, “আজ শুধুই আনন্দের দিন।”

ইতালিতে পৌঁছেই ভ্যাটিকানের সান্তা মার্তায় পোপের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মরিয়ম। সেখানে পোপের সঙ্গে আধাঘণ্টা বৈঠক করেন তিনি।


এর আগে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী লোপা পিসটেল্লি খার্তুম থেকে মরিয়মকে ইতালিতে নিয়ে যান।

মরিয়মের স্বামী দানিয়েল ওয়ানি দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত-নাগরিক।

ধর্মান্তরিত হওয়ার অভিযোগে মরিয়মের মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার পর কারাগারেই জন্ম হয় তার আরেক মেয়ে মায়ার। পরে আন্তর্জাতিক মহলের চাপের কারণে গত জুনে তার মৃত্যুদণ্ডদেশ প্রত্যাহার করে নেয় সুদান সরকার।