কিশোরের মুখ থেকে বেরোলো ২৩২টি দাঁত

ভারতে ১৭ বছর বয়সী এক বালকের মুখে অস্ত্রোপচার করে ২৩২টি দাঁত অপসারণ করেছেন চিকিৎসকরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 07:40 PM
Updated : 24 July 2014, 12:26 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাড়তি দাঁতগুলো অপসারণের পর বেশ সুস্থই আছে বালক আশিক। তার মুখে এখনো ২৮টি দাঁত রয়েছে।

মুম্বাইয়ের জে. জে. হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডা. সুনন্দা দিওয়ারি বিবিসিকে বলেন, আশিকের ডান চোয়ালে সাত ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার চালিয়ে দাঁতগুলো বের করা হয়।

গত ১৮ মাস ধরে দাঁতের ব্যথা নিয়ে বিভিন্ন চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরেছিল ওই বালক। তবে কেউ তার ব্যথার কারণ চিহ্নিত করতে পারেননি।

মুম্বাইয়ের ওই হাসপাতালে সোমবার আশিকের মুখে অস্ত্রোপচার হয়। তার মুখে এতগুলো অতিরিক্ত দাঁত থাকাকে ‘বিরল ঘটনা’ বলে দাবি করেন চিকিৎসকরা।

ডা. দিওয়ারি আরো বলেন, তার মুখে টিউমারের আকারে দাঁতগুলো ছিল। হাতুড়ি ও বাটালি দিয়ে তা বের করে আনতে হয়েছে।

“ক্ষুদ্রাকৃতির, শুভ্র, মুক্তার মতো দাঁতগুলো বের করতে করতে আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। একে এক ২৩২টি দাঁত বের করি। আশিকের মুখে এখনো ২৮টি দাঁত রয়েছে,” বলেন দিওয়ারি।