নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৮২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা শহরে পৃথক দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 23 July 2014, 06:40 PM
Updated : 23 July 2014, 06:40 PM

বুধবার শহরের একজন উদারপন্থি মুসলিম নেতাকে লক্ষ্য করে চালানো প্রথম বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয় বলে স্থানীয় পুলিশ বিভাগ জানায়।

এর কিছুক্ষণের মধ্যেই পাশের আরেকটি বাজারে অপর বিস্ফোরণে নিহত হয় আরো ৫০ জন।

ওই হামলার জন্য বোকো হামার জঙ্গিদের সন্দেহ করা হলেও তারা বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি। বোকো হারাম ওই হামলা চালিয়ে থাকলে তা দেশটির উদারপন্থি ধর্মীয় নেতাদের জন্য নতুন হুমকির কারণ হবে।

স্থানীয় রেডক্রস কর্মকর্তা জানান, ধর্মীয় নেতা শেখ দাহিরুল বাউচির একটি ধর্মীয় সভায় প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে দাহিরুল অক্ষত আছেন।

পুলিশ কমিশনার সেহু উমার জানান, বাউচিকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।