গাঁজা চাষের পক্ষে রায় জার্মান আদালতে

গাঁজা সেবনে আইনি বিধি-নিষেধ থাকলেও ‘বিশেষ অবস্থায়’ এর চাষের পক্ষে রায় দিয়েছে জার্মানির একটি আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 06:41 AM
Updated : 23 July 2014, 06:54 AM

‘বিশেষ অবস্থা’ বলতে আদালত দীর্ঘস্থায়ী ব্যাথায় যারা ভুগছেন শুধু তাদের কথাই বলেছে।

সম্প্রতি দীর্ঘস্থায়ী ব্যাথার কারণ দেখিয়ে পাঁচ ব্যক্তি জার্মানির ‘ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসে’ নিজ বাসায় গাঁজা চাষের অনুমতির আবেদন করেন। তবে সংস্থাটি তা নাকচ করে দেয়।

এর পরই জার্মানির কোলন আদালতের শরণাপণ্ন হন ওই আবেদনকারীরা।

আবেদনে তারা উল্লেখ করেন, ব্যবস্থাপত্রে তাদের গাঁজা সেবনের অনুমোদন রয়েছে। তবে অতিরিক্ত দাম হওয়ায় তা কেনার সাধ্য তাদের নেই। তাছাড়া তাদের স্বাস্থ্যবীমায় বিষয়টি অন্তর্ভুক্ত নয়।    

এরই পরিপ্রেক্ষিতে রুলে আদালত ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসকে আবেদন পুনর্বিবেচনা করতে বলে।

মঙ্গলবার রায়ের পর জার্মানির ওই আদালতের মুখপাত্র স্টেফান সেফার্ট বলেন, “যদিও এখন পর্যন্ত গাঁজা চাষে কারো অনুমতি নেই, তারপরও শুধুমাত্র দীর্ঘস্থায়ী ব্যাথার রোগীরা নিজেদের জন্য তা চাষ করতে পারবেন।”