ইরাকে আত্মঘাতী হামলায় অস্ট্রেলীয় তরুণ

গেল সপ্তায় ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী বোমা হামলা চালিয়ে কয়েকজনকে হত্যার পেছনে ছিলেন মেলবোর্নের ১৮ বছর বয়সী এক তরুণ।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 08:56 AM
Updated : 21 July 2014, 08:56 AM

সোমবার অস্ট্রেলিয়ার অ্যাটর্নি দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বৃহস্পতিবার বাগদাদের এক মসজিদের কাছে একটি বাজারে হামলাটি চালানো হয়। ওই হামলায় আত্মঘাতী হামলাকারীসহ অপর ৩ জন নিহত হন। এছাড়া আরো বহু মানুষ আহত হন।

ইরাকের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী দি ইসলামিক স্টেট (আইএসআইএস) এক ট্যুইটার বার্তায় হামলাটির দায়িত্ব স্বীকার করেছে। হামলাকারীর নাম আবু বকর আল অস্ট্রালি বলে জানিয়েছে তারা।

প্রকাশিত বিবৃতিতে এই সংবাদকে “বিরক্তিকর ঘটনা” বলে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার (অস্ট্রেলীয়) ইরাক ও সিরিয়ায় আইএসআইএল (আইএসআইএস) ও অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর চালানো এ ধরনের সহিংস কার্যক্রমকে পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করে, আর এ ধরনের কার্যক্রমে একজন অস্ট্রেলীয় জড়িত থাকায় গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছে।”

“এটি অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি, কারণ এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতরা দেশে ফিরে এসে এখানেও সহিংসতা ছড়ানোর চেষ্টা করবে।”

বিবৃতিতে বলা হয়, আবু বকর ইরাক ও সিরিয়ার সংঘাতে আত্মঘাতী হামলায় অংশ নেয়া দ্বিতীয় অস্ট্রেলীয়।

গত সপ্তাহের শেষ দিকে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছিলেন, তরুণ অস্ট্রেলীয়দের মৌলবাদী হওয়া ঠেকাতে তাদের সরকার আন্তরিকভাবে কাজ করছে।