পশ্চিম আফ্রিকায় এবোলায় মৃত ৬০৩

পশ্চিম আফ্রিকায় এবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৩ জনে।

>>রয়টার্স
Published : 15 July 2014, 11:39 AM
Updated : 15 July 2014, 11:39 AM

এর মধ্যে কেবল গত সপ্তাহেই অন্তত ৬৮ জন মারা গেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির হিসাবমতে, ৮ থেকে ১২ জুলাইয়ের মধ্যে সিয়েরা লিওনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এবোলায় সম্ভাব্য এবং নিশ্চিত মৃত্যু মিলিয়ে এ সংখ্যা ৫২। এছাড়া, লাইবেরিয়ায় ১৩, গিনিতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডব্লিউএইচও আরো ৮৫ জনের নতুন করে এবোলা ভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। এতে করে রোগ প্রতিরোধের আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেও এবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়াবহতাই ফুটে উঠেছে, বিশেষ করে লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে।