পশ্চিম আফ্রিকায় এবোলা ভাইরাসে মৃত্যু বেড়েছে

পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া নতুন এবোলা ভাইরাসজনিত রোগে মৃতের সংখ্যা বেড়েছে। গত তিন জুলাইয়ের পর থেকে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2014, 01:42 PM
Updated : 9 July 2014, 01:42 PM

সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ খবর নিশ্চিত করেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এ পর্যন্ত ৫১৮ জনে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, নতুন করে ৫০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে।

লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনিতে ভাইরাস আক্রান্তের হার সবচেয়ে বেশি। বুধবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, গত ফেব্রুয়ারিতে রোগটির প্রদুর্ভাব ঘটার পর সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং গিনিতে এ পর্যন্ত ৮৪৪ জন আক্রান্ত হয়েছে।

গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৩ ফেব্রুয়ারি থেকে দেশটিতে দুই জনের মৃত্যু হয়েছে তবে নতুন করে কেউ ভাইরাস আক্রান্ত হয়নি।

তবে সিয়েরা লিওনে ৩৪ জন আক্রান্ত হয়েছে এবং ১৪ জনের মৃত্যু হয়েছে। লাইবেরিয়াতে ১৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯ জন।

ডব্লিউএইচও’র দাবি, সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে পশ্চিম আফ্রিকার ওই দেশগুলোতে এবোলা ভাইরাস বেশ সক্রিয়।