মাত্রাতিরিক্ত টিভি দেখলে হতে পারে অকালমৃত্যু

দৈনিক তিনঘণ্টা বা তারও বেশি সময় টিভি দেখা অকাল মৃত্যু ডেকে আনতে পারে বলেই জানাচ্ছেন গবেষকরা।

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2014, 03:22 PM
Updated : 26 June 2014, 03:23 PM

তারা বলছেন, যারা দৈনিক তিন ঘণ্টার কম সময় টিভি দেখেন তাদের তুলনায় তিনঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ধরে টিভি দেখা মানুষদের অকালে মারা যাওয়ার আশঙ্কা দ্বিগুণ বেশি।

‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ এর গবেষকরা স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

গবেষকরা টিভি দেখা, কম্পিউটারে বিভিন্ন কাজ করা এবং গাড়ি চালানো, এই তিন ধরনের কাজ ও এর সঙ্গে অকাল মৃত্যুর হারের তুলনা করেছেন বলে জানায় সিনহুয়া সংবাদ সংস্থা।

এতে বলা হয়, গবেষণায় অংশ নেয়াদের মধ্যে যারা নিয়মিত দুই ঘণ্টা বা তার চেয়ে কম সময় টিভি দেখেন তাদের তুলনায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে টিভি দেখা লোকজনের অকাল মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।

তবে কম্পিউটারের সামনে সময় দেয়া কিংবা গাড়ি চালানোর সঙ্গে অকালে মারা যাওয়ার ঝুঁকির কোনো যোগ দেখতে পাননি গবেষকরা।