শিকারির তীরে জীবন দিল অতিকায় হাতি

কেনিয়ায় সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি হাতিকে শিকারির হাতে প্রাণ দিতে হয়েছে শুধুমাত্র তার সুবিশাল দাঁতের জন্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2014, 11:01 AM
Updated : 17 June 2014, 11:01 AM

পর্যটকদের কাছে অতিপ্রিয় ‘সাতাও’ নামের এই হাতি শিকার দেশটির জন্য এক বিশাল ক্ষতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পশু শিকারিরা সাভো ইস্ট ন্যাশনাল পার্কে একটি বিষমাখা তীর দিয়ে হাতিটিকে হত্যা করে। বিষক্রিয়ায় ছটফট করতে করতে হাতিটি মারা যাওয়ার পর বর্বর শিকারিরা তার মাথা কেটে নিয়ে দাঁত খুলে নেয়।

অসাধারণ দাঁতের এক বিশেষ ধরনের পুরুষ হাতি ছিল সাতাও। বিশালাকার দাঁতের জন্যই শিকারিদের নজরে পড়ে গিয়েছিল হাতিটি। তার দাঁত দেখে এমনকি হাতি গবেষণায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞরাও বিষ্মিত হতেন।
“বিশ্বে কেবলমা্ত্র কেনিয়াতেই খুব সম্ভবত এ বিশাল দাঁতের একটি হাতিই ছিল। তাকে খুইয়ে কেনিয়ার অনেক বড় ক্ষতি হল। সাভো অঞ্চলে সাতাও’ই ছিল পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ,” বলেন কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞ পলা খুম্বু।

গত ৩০ মে সাতাওকে হত্যা করে শিকারিরা। তবে সাভো ট্রাস্ট ঘটনাটি খতিয়ে দেখে পরে ১৩ জুন সাতাও এর মৃত্যু সংবাদ নিশ্চিত করে।