জর্ডানে মার্স ভাইরাসে ৬ জনের মৃত্যু

জর্ডানে ‘মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ (মার্স) করোনাভাইরাসে নতুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2014, 12:44 PM
Updated : 1 June 2014, 12:44 PM

সিনহুয়া বার্তা সংস্থা জানায়, মার্স ভাইরাসের সর্বশেষ শিকার হয়েছেন বেসরকারি হাসপাতালে কাজ করা একজন সেবিকা।

২০১২ সাল থেকে জর্ডানে মোট ১১ জন মার্স ভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬ জন মারা গেল।

মার্স ভাইরাস ছড়িয়ে পড়ায় অঞ্চলজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। সরকার এ ভাইরস সংক্রমণ থেকে জনগণকে সচেতন করতে প্রচার চালাচ্ছে এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

এ ভাইরাস আক্রান্ত হলে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে রোগীর মৃত্যু হয়। সৌদি আরবে মার্স ভাইরাসে এ পর্যন্ত ১৩০’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১২ সালে প্রদুর্ভাব ঘটা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো পাঁচ শতাধিক মানুষ।

মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে উটের ভূমিকা থাকার কথা এক গবেষণায় পাওয়ার পর সৌদি আরবের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে সবাইকে উট থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ।