মুখমন্ডল থেকে ৬ কেজি টিউমার অপসারণ!

স্লোভাকিয়ায় মধ্য বয়সী এক ব্যক্তির মুখমন্ডল থেকে প্রায় ছয় কেজি ওজনের টিউমার অপসারণে সফল হয়েছেন চিকিৎসকরা।

>>রয়টার্স
Published : 29 May 2014, 05:04 PM
Updated : 29 May 2014, 05:33 PM

দীর্ঘ পাঁচ ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন স্টেফান জোলিক নামের ওই রোগী।

“আমাকে দেখে সবাই থমকে দাঁড়াত, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত। এতে আমার খুবই অস্বস্তি হত। মাথা নাড়া-চাড়া করাটাও ছিল খুবই বিরক্তিকর,” বলেন স্টেফান।

‘মেডলাং ডিজিস’ নামের একটি জটিল রোগের কারণে শরীরে ফ্যাট ফাইবার সৃষ্টি হয় যা মানুষকে অস্বস্তিকর অবস্থায় ফেলে। মেডলাংয়ের ফলে ১০ বছরেরও বেশি সময় ধরে পুরো গলা ও মুখমণ্ডল জুড়ে টিউমার বয়ে বেড়াচ্ছিলেন স্টেফান।

টিউমার অপারেশনে অংশ নেয়া চিকিৎসক ইগোর হোমোলা বলেন, “মুখের গড়ন ঠিক করার জন্য আমাদেরকে তার চামড়া সরিয়ে থুতনি বের করতে হয়েছে। পাঁচ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর আমরা সফল হয়েছি।”

তিনি আরো বলেন, “আমরা রোগীর মুখমণ্ডল থেকে প্রায় ছয় কিলোগ্রাম (১৩ পাউন্ডের বেশি) ওজনের ফ্যাট অপসারণ করেছি। জোলিক এখন আয়নায় তার মুখখানি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।”

ওদিকে, অস্ত্রোপচারের পর জোলিকের উক্তি, “রীতিমতো অবাক করার মত ব্যাপার। আগের চেয়ে অনেক ভালো লাগছে। আগে খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। এখন আমি কোনো ব্যথাও পাচ্ছি না।”