সৌদি আরবে আরো ১৮ জন মার্স আক্রান্ত

সৌদি আরবে মার্স (মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) করোনাভাইরাসে নতুন করে আরো ১৮ জন আক্রান্ত হয়েছে। এতে করে দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৪৪৯ জনে।

>>রয়টার্স
Published : 8 May 2014, 11:41 AM
Updated : 10 May 2014, 10:37 AM

সৌদি কর্তৃপক্ষ বুধবার নতুন করে এ মার্স সংক্রমণ ধরা পড়ার কথা জানায়। এ ভাইরাসজনিত রোগে এদিনও মারা গেছে ৪ জন।

দেশটিতে দু’বছর আগে মার্স করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল মোট ১২১ জনে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানিয়েছে।

সম্প্রতি সৌদি আরবে এ ভাইরাস সংক্রমণ বেড়েছে। এপ্রিলে মার্স ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এবং মে মাসে এরই মধ্যে সংক্রমণ আরো ২১ শতাংশ বেড়েছে।

ভাইরাস আক্রান্তরা জ্বর, নিউমোনিয়া এবং কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার মতো নানা উপসর্গে ভুগে থাকেন।

সৌদি আরবে এ ভাইরাসজনিত রোগাক্রান্তের হার বাড়তে থাকায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেশটিকে রোগ সংক্রমণের ধরণ খতিয়ে দেখতে সহায়তা করার আশ্বাস দিয়েছে।

সংবাদদাতারা বলছেন, সৌদি সরকারের মার্স ভাইরাস সংক্রমণ সামাল দেয়ার বিষয়টি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। মৃতের সংখ্যা বাড়তে থাকার কারণে গত মাসে কোনো কারণ না জানিয়েই বরখাস্ত করা হয় সৌদি স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল-রাবিয়াহ কে।