নাইজেরিয়ায় ধর্ষককে পাথর ছুঁড়ে হত্যার দণ্ড

১০ বছরের এক বালিকা ধর্ষণ ও এইচআইভি সংক্রমিত করার অভিযোগে নাইজেরিয়ার একটি আদালত এক ব্যক্তিকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2014, 07:27 AM
Updated : 25 April 2014, 07:27 AM

৬৩ বছর বয়সী ওই ধর্ষকের বিরুদ্ধে উত্তর নাইজেরিয়ার কানো প্রদেশের শরিয়া আদালত এই দণ্ড দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

উবালে সাইদু দোস্তা নামের ওই ব্যক্তি বালিকাটিকে ধর্ষণের দায় স্বীকার করেন। তিনি শয়তানের প্ররোচনায় একাজ করেছেন বলে দাবি করেছেন।

তার দুই স্ত্রী এইচআইভি সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

উত্তর নাইজেরিয়ায় বেশ কয়েকজন ব্যক্তিকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে শরিয়া আদালত। তবে এখনো পর্যন্ত কারোর রায় কার্যকর করা হয়নি।

কানো’র প্রাদেশিক বিচারবিভাগীয় কমিশনার মালিকি কুলিয়া জানিয়েছেন, “জনাব দোস্তা (দণ্ডিত ধর্ষক) এই রায়ের বিরুদ্ধে দেশটির কেন্দ্রীয় সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবেন। তবে তাতে মামলা নিষ্পত্তিতে কয়েকবছর লেগে যেতে পারে।”