‘সবচেয়ে প্রভাবশালী কেজরিওয়াল’

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শতব্যক্তির ওপর চালানো টাইম ম্যাগাজিনের এক পাঠক জরিপে আম আদমি পার্টির (এএপি) প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল সবচেয়ে বেশি ‘হ্যাঁ’ ভোট পেয়ে প্রথম হয়েছেন, আর দ্বিতীয় হয়েছেন বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 07:52 AM
Updated : 24 April 2014, 07:52 AM

সোমবার শেষ হওয়া জরিপের ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

টাইমের পাঠকরা এএপি’র নেতা কেজরিওয়ালের পক্ষে ২ লাখ ৬১ হাজার ১১৪টি ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। আর মোদি পেয়েছেন এক লাখ ৬৪ হাজার ৫৭২ ‘হ্যাঁ’ ভোট।

এর বিপরীতে ১ লাখ ৬৬ হাজার ২৬০টি ‘না’ ভোট পেয়ে মোদি তার পক্ষের সমর্থনসূচক ‘হ্যাঁ’ ভোটকে পেছনে ঠেলে দিয়েছেন।

জরিপে শীর্ষস্থান পাওয়া দশজনের মধ্যে গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি, গায়ক জাস্টিন বিবার, অভিনেতা লেভার্ন কক্স এবং বেনেডিক্ট কাম্বারব্যাচ, গায়িকা বিয়ন্সি, অভিনেতা জার্ড লেতো, অভিনেতা লুপিতা নায়ঙ্গ’ও, গায়িকা লেডি গাগা এবং সংগীত জুটি ডাফ্ট পাঙ্ক।

জরিপের প্রাপ্ত ভোটের হিসেবে ভারতের কংগ্রেস দলীয় ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি তালিকায় ৩৯তম হয়েছেন।

প্রতি বছর, সম্পাদকদের মতামতের ভিত্তিতে টাইম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশ’ জনের তালিকা প্রকাশ করে থাকে।