সম্প্রীতি চুক্তি বাস্তবায়নের পথে হামাস-ফাতাহ

ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দল গাজার হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ যৌথ এক সংবাদ সম্মেলনে সম্প্রীতি চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

>>রয়টার্স
Published : 23 April 2014, 02:57 PM
Updated : 23 April 2014, 04:01 PM

এখন থেকে ৫ সপ্তাহের মধ্যে ঐক্য সরকার প্রতিষ্ঠা করাসহ ফিলিস্তিনি পার্লামেন্টে আস্থা ভোটের পরবর্তী ছয়মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চলবে। ঐক্য সরকার গঠন করা নিয়ে আলোচনা করতেও রাজি হয়েছে দুই পক্ষ।

ফাতাহ এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ার মুখে থাকার সময়ে ঐক্য চুক্তি বাস্তবায়নের এ উদ্যোগ এল।

২০০৭ সালে হামাস এবং ফাতাহ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে দু দলের সম্প্রীতির উদ্যোগ এটিই প্রথম নয়। কিন্তু দুপক্ষের মধ্যকার ঐক্য চুক্তি এ পর্যন্ত কখনোই বাস্তবায়িত হয়নি।

বিভক্তির পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ রয়েছে আব্বাসের ফাতাহ’র হাতে। আর গাজার শাসনক্ষমতায় আছে হামাস।

বুধবার ঐক্য চুক্তি ঘোষণা করে হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ে বলেন, “আমরা জনগণকে বলছি, এটি শুভ সংবাদ। বিভক্তির দিন শেষ হয়েছে”।