উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে তৎপরতা বৃদ্ধি

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সফর শুরুর আগে হঠাৎই তৎপরতা বৃদ্ধির এ খবর এল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 11:22 AM
Updated : 22 April 2014, 11:22 AM

ওবামা এ মাসে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন। জাপানে তিনদিনের সফর শেষে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় যাবেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সম্প্রতি তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার পাঙি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র ও এর আশেপাশে ব্যাপক তৎপরতা লক্ষ্য করেছে।

অবস্থা দেখে মনে হচ্ছে উত্তর কোরিয়া সম্ভবত আকস্মিক পারমাণবিক পরীক্ষা চালানো কিংবা পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়া এর আগে তিনটি পরমাণু পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বায়াংসে বলেছেন, উত্তর কোরিয়া আরেকটি পরমাণু পরীক্ষা চালালে পরিস্থিতি নতুন মোড় নেবে।

গত বছর ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু পরীক্ষা চালায়। এর আগে ২০০৬ ও ২০০৯ সালেও উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছিল।

গত মাসের শেষ দিকে উত্তর কোরিয়া নতুন ধরনের পরমাণু পরীক্ষা চালানোর হুমকি দেয়। তবে তা কি ধরনের পরীক্ষা তা স্পষ্ট করে জানায়নি তারা।