ফেরিডুবি: ১০৮ লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরি থেকে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে। উদ্ধার করা হচ্ছে আরো লাশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 11:10 AM
Updated : 22 April 2014, 11:10 AM

মঙ্গলবার আবহাওয়া ভাল থাকায় উদ্ধারকর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এখনো নিখোঁজ কিংবা ফেরিতে আটকা পড়ে আছে ১৯০ জনেরও বেশি যাত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিকটবর্তী বন্দর ইনচিওন থেকে রওয়ানা হওয়ার দুই ঘণ্টার মধ্যে ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ফেরিতে প্রায় ৫শ’ যাত্রী ছিল। ফেরিটি ডুবে যাওয়ার কারণ জানা যায়নি।

যাত্রীদের নিয়ে দক্ষিণের পর্যটন দ্বীপ জেজু যাচ্ছিল ফেরিটি। যাত্রীদের অধিকাংশই একটি হাইস্কুলের শিক্ষার্থী ছিল।

ডুবে যাওয়ার আগে ফেরিটির নাবিকদের মধ্যে আতঙ্ক এবং সিদ্ধান্তহীনতা কাজ করছিল বলে নতুন তথ্য বেরিয়ে এসেছে ফেরির ক্রুদের সঙ্গে কোস্টগার্ডদের সর্বশেষ কথোপকথনের প্রকাশিত অনুলিপি থেকে।

যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা না করতে পারার জন্য ফেরির ক্যাপ্টেনসহ নাবিকদের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।