পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৯

পাকিস্তানের সহিংসতা কবলিত উত্তরপশ্চিমাঞ্চলে আলাদা দুটি বোমা ও বন্দুক হামলার ঘটনায় পাঁচ পুলিশসহ নয়জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 09:39 AM
Updated : 22 April 2014, 09:39 AM

পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে তালেবান গোষ্ঠী অস্বীকার করার এক সপ্তাহের মধ্যে হামলাটি চালানো হল।

মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলায় প্রথম হামলাটি চালানো হয় বলে দ্য ডন জানিয়েছে।

এখানে বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ৩৩ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শফিউল্লাহ খান জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিরা একটি মোটরসাইকেলের মধ্যে বোমাটি পেতে রেখেছিল। পুলিশের ভ্যান হামলার লক্ষ ছিল বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “১৩ জন পুলিশ নিয়ে ভ্যানটি রওয়ানা হওয়ার পরই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। পুলিশ ভ্যানকে লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে বলে মনে হচ্ছে।”

একইদিন রাতে প্রদেশটির প্রধান শহর পেশোয়ারের উপকণ্ঠে টহল পুলিশের ওপর জঙ্গিদের বেপরোয়া গুলিবর্ষণে পাঁচ পুলিশসহ ছয়জন নিহত হন। নিহত অপরজন এক অ্যাম্বুলেন্স চালক। এ হামলায় আরো তিনজন আহত হয়েছেন।