ভোটের আগে কাশ্মিরে জঙ্গি হামলা, নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক জঙ্গি হামলায় তিনজন নিহত হয়েছেন। সাধারণ নির্বাচনে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টাতে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

>>রয়টার্স
Published : 22 April 2014, 08:42 AM
Updated : 22 April 2014, 08:42 AM

সোমবার রাজ্যটির প্রধান শহর শ্রীনগরের দক্ষিণের অনন্তনাগ জেলায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পারভেজ আহমেদ বলেছেন, “আজ (সোমবার) রাতে নিহতদের মধ্যে লোকসভার অনন্তনাগ নির্বাচনী এলাকার দুজন গ্রাম প্রধানও রয়েছেন।”

“আমলার তরালের গ্রাম প্রধান মোহাম্মদ আনোয়ারকে রাত ৯টার দিকে খুন করা হয়, আর বাতগুন্ড তরালের গ্রাম প্রধান ও তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়,” বলেন তিনি।

এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জঙ্গিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী একটি যৌথ অভিযান শুরু করেছে। ভারতীয় লোকসভার নির্বাচন চলাকালে জম্মু ও কাশ্মিরে এটাই জঙ্গিদের চালানো সবচেয়ে গুরুতর হামলা।

এর আগে ১৭ এপ্রিল অনন্তনাগ জেলায় একই ধরনের হামলায় আরেক গ্রাম প্রধান মোহাম্মদ আমিন পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়। সেনাবাহিনীর উর্দি পরিহিত আততায়ী পণ্ডিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে।

নিহতের ভাই আব্দুল রহিম পণ্ডিত বলেছেন, “নির্বাচনে এলাকার লোকজন যেন ভোট দিতে না যায় সে জন্য আতঙ্ক তৈরি করতেই ভাইকে খুন করা হয়েছে।”

“কিছু মানুষ আছে যারা কাশ্মিরের স্বাধীনতা চায়। তারা নির্বাচন বর্জন করতে চায়,” বলেন তিনি।

এই হত্যাকাণ্ডের পর স্থানীয় ২৫ জন নির্বাচিত কাউন্সিলর পদত্যাগ করেছেন।