বিমানের চাকায় করে ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই!

যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সের এক কিশোর বিমানের চাকার ফাঁকে লুকিয়ে থেকে ৫ ঘন্টার পথ পাড়ি দিয়ে অপ্রত্যাশিতভাবে ক্যালিফোর্নিয়া থেকে হা্ওয়াই পৌঁছেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 01:13 PM
Updated : 21 April 2014, 01:13 PM

বাড়ি থেকে পালিয়ে সান জোসে বিমানবন্দরের বেড়া টপকে ভেতরে ঢুকে বিমানের চাকায় ওঠে সে।

৫ ঘন্টার ফ্লাইটে ৩৯ হাজার ফুট ওপরে বরফশীতল তাপমাত্রা আর অক্সিজেনের অভাবের মধ্যেও জীবিত অবস্থায় এবং ভালভাবেই গন্তব্যে পৌঁছায় কিশোরটি।

হাওয়াই এয়ারলাইন্সের মুখপাত্র জানান, রোববার সকালে বিমানটি অবতরণ করার পর এয়ারলাইনের স্টাফরা ছেলেটিকে দেখতে পায়। বিমানের চাকার কাছ থেকে লাফিয়ে নেমে সে বিমানবন্দরে ঘোরাঘুরি করছিল। তার কাছে একটি চিরুনি ছাড়া আর কিছুই ছিল না।

এফবিআই এর কর্মকর্তরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার মেডিক্যাল চেকআপও করা হয়েছে। ছেলেটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

“ছেলেটি সৌভাগ্যক্রমে বেঁচে গেছে”, বলেন হা্ওয়াই এয়ারলাইন্সের মুখপাত্র।

তবে যাত্রাপথে বেশিরভাগ সময়ই ছেলেটি অচেতন ছিল বলে জানান এফবিআই এর মুখপাত্র টম সিমন।

১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত অনেকেই এভাবে বিমানে পথ পাড়ি দেয়ার চেষ্টা করেছে। এ সংখ্যা প্রায় ১শ’। তবে তাদের তিন চতুথাংশই মারা গেছে।