মিয়ানমারে এনএলডি’র প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যু

মিয়ানমারে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রবীণ সাংবাদিক উইন তিন মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 11:51 AM
Updated : 21 April 2014, 11:51 AM

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের কারণে ১৯ বছর জেলে কাটানো উইন তিন সোমবার ৮৪ বছর বয়সে মারা যান বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

১৯৮৮ সালে এনএলডি’র প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও পার্টির অন্যতম নেতা ছিলেন উইন তিন। তবে রাজনীতির চেয়ে সাংবাদিকতা করাটাই ছিল তার বেশি পছন্দনীয়।

১৯৮৮ সালে দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছিলেন উইন তিন। সামরিক বাহিনী সে বিক্ষোভ নির্মমভাবে দমন করে। সে বছরই শেষের দিকে গঠিত হয় এনএলডি।

সু চির মিত্র হলেও উইন তিনই ছিলেন এনএলডি’র একমাত্র নেতা যিনি প্রকাশ্যে যে কোনো ব্যাপারে তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারতেন।

২০১২ সালের এপ্রিলে মিয়ানমারের উপনির্বাচনে এনএলডি’র অংশ নেয়ার সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছিলেন তিনি।

তবে সু চির অবাধ্য কখনো হননি উইন তিন। বরং সু চি’র প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম করতে সংবিধান সংশোধনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন তিনি।