ভেনেজুয়েলায় নতুন করে সহিংসতা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষ হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 08:34 AM
Updated : 21 April 2014, 08:34 AM

‘গণতন্ত্রের পুনর্জাগরণ’ এর স্লোগানে মুখোশধারী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ায়। পুলিশ চাকাও এলাকায় বিক্ষোভকারীদের পেট্রোল বোমার জবাবে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে।

গত ফেব্রুয়ারি থেকে ভেনেজুয়েলায় সহিংস বিক্ষোভে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শত শত মানুষ।

ভেনেজুয়েলায় অপরাধের হার, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, খাদ্য সঙ্কট সামলাতে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে শিক্ষার্থীরা নতুন করে এ বিক্ষোভ শুরু করে। পরে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মাদুরো পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থামবে না বলে জানায় তারা।

সরকারের পক্ষেও রাস্তায় রাস্তায় মিছিল হয়েছে। সরকার বিরোধীদের পাশাপাশি বিক্ষোভ করছে প্রেসিডেন্ট মাদুরোর সমর্থকরাও।