এভারেস্টে নিখোঁজ শেরপাদের উদ্ধার অভিযান শেষ

এভারেস্টে বরফ ধসের ঘটনায় নিখোঁজ তিন শেরপার উদ্ধার অভিযান কোনো অগ্রগতি ছাড়াই দুই দিনের মাথায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

>>রয়টার্স
Published : 20 April 2014, 05:47 PM
Updated : 20 April 2014, 05:47 PM

শুক্রবার সকালে বেইসক্যাম্পের ঠিক ওপরে ১৯ হাজার ফুট উচ্চতায় ‘পপকর্ন ফিল্ড’ নামক এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন শেরপা নিহত হয়।

শেরপারা সকাল সকাল হিমালয়ের ওই ধাপটিতে উঠে পর্বতারোহীদের সুবিধার জন্য দড়ি বাঁধতে ও পথ তৈরি করতে গিয়েছিলেন। আর ঠিক তখনি বরফ ধসের ঘটনা ঘটে।

শুক্র ও শনিবার হেলিকপ্টার যোগে উদ্ধারকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজদের কোনো পদচিহ্ন দেখতে পাননি। নিখোঁজরা কোনো বরফের ফাটলে তলিয়ে গেছে অথবা বিস্তর তুষারে আবৃত হয়ে গেছে বলে ধারণা উদ্ধারকর্মীদের।

বেইসক্যাম্প থেকে উদ্ধারকারী দলের সদস্য লেকপা শেরপা বলেন, “আমরা উদ্ধার অভিযান শেষ করে দিয়েছি। নিখোঁজ তিনজনকে জীবিত অথবা মৃত খুঁজে পাওয়া সম্ভব নয়।”

উদ্ধার অভিযানে অংশ নেয়া হেলিকপ্টারগুলো কাঠমাণ্ডুতে ফিরিয়ে আনা হয়েছে। নিহতের সংখ্যা ১৩ জন বলে সরকারিভাবে জানানো হচ্ছে।

১৯৫৩ সালে এডমান্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির চূড়ায় প্রথম মানব হিসেবে আরোহণ করার পর থেকে ৩ হাজারেরও বেশিপর্বতারোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। কিন্তু এভারেস্টের চূড়া জয় করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন।