কেজরিওয়ালকে আদালতের হুঁশিয়ারি

ভারতের কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রী কপিল সিবালের ছেলে অমিত সিবালের দায়ের করা একটি মামলায় শুনানিতে অংশ না নিলে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালসহ দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে দিল্লির একটি আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 02:52 PM
Updated : 19 April 2014, 02:52 PM

শনিবার এএপির নেতা কেজরিওয়াল, মনিষ সিসোদিয়া, প্রশান্ত ভুসান ও সাজিয়া ইলমির পক্ষে আদালতে হাজির হন তাদের আইনজীবী রাহুল মেহরা। এ সময় বিচারক সুনীল কুমার শর্মা আসামীদেরকে আগামী ২৪ এপ্রিল অভিযুক্তদেরকে শুনানিতে হাজির হতে আইনজীবীর মাধ্যমে নির্দেশ দেন।

“পরবর্তী শুনানির দিনে সবার হাজির হওয়া নিশ্চিত করুণ। অন্যথায় আমি কঠোর পথে এগুবো।” বলেন বিচারক।

এছাড়া শনিবারের শুনানিতে হাজির না হওয়ায় কেজরিওয়াল ছাড়া অপর তিনজনের প্রত্যেককে আড়াই হাজার রূপি করে জরিমানা করা হয়। আর লোকসভা নির্বাচনে ব্যস্ত থাকায় কেজরিওয়ালকে এইদিন ছাড় দেন বিচারক।

এর আগে গত ১৫ মার্চ একই মামলায় হাজির না হওয়ায় কেজরিওয়ালসহ চারজনের প্রত্যেককে আড়াই হাজার রুপি করে জরিমানা করা হয়।