চতুর্থ মেয়াদে আলজেরিয়ার প্রেসিডেন্ট বৌতেফ্লিকা

নির্বাচনে বিপুল ভোট পেয়ে চতুর্থ মেয়াদের জন্য ফের আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্দেলাজিজ বৌতেফ্লিকা।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 09:04 AM
Updated : 19 April 2014, 09:04 AM

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৮১ শতাংশ ভোট পেয়েছেন বলে শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত
দিয়ে জানিয়েছে বিবিসি।

২০১৩ সালে পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর থেকে জনসম্মুখে তেমন একটি আসেন না ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট। এবারের নির্বাচনে হুইল চেয়ারে বসে নিজের ভোটটি দিয়েছেন তিনি।

কোনো নির্বাচনী প্রচারণা ছাড়াই তিনি অপর পাঁচ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।

নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। দেশটিতে ২ কোটি ৩০ লাখ বৈধ ভোটার রয়েছেন।

স্বাস্থ্যগত কারণে বৌতেফ্লিকাকে প্রার্থী হিসেবে অযোগ্য বর্ণনা করে নির্বাচনকে পাতানো বলে অভিযোগ করেছে দেশটির বিরোধী দলগুলো। ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ এসব বিরোধী দল নির্বাচন বয়কট করেছে।

বৌতেফ্লিকা’র প্রার্থিতা ঘোষণার পর তিনজন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনের ফলাফল কী হবে তা অনুমানযোগ্য বলে অভিযোগ করেন তারা।

বৌতেফ্লিকার পুনর্নির্বাচনে দেশটিতে “বরাকাত” বা “যথেষ্ট” নামের একটি আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের কারণে সারা দেশে বিক্ষোভ হলেও বিক্ষোভকারীদের সংখ্যা তেমন উল্লেখযোগ্য ছিল না।