ইরানি রাষ্ট্রদূতের ভিসা নিষেধাজ্ঞায় ওবামার সই

জাতিসংঘে নিযুক্ত নতুন ইরানি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে আনা বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এতে এই দূতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা দেশটির আইনে পরিণত হল।

>>রয়টার্স
Published : 19 April 2014, 07:31 AM
Updated : 19 April 2014, 07:31 AM

এর আগে দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশ হওয়া বিলটিতে শুক্রবার সই করেন ওবামা।

১৯৭৯-৮১ সালে ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস অবরোধ করে এর কর্মীদের জিম্মি করার ঘটনার সঙ্গে ছাত্রাবস্থায় ইরানি দূত হামিদ আবু তালেবি জড়িত ছিলেন, এমন সন্দেহ থেকেই তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

উল্লেখ্য, জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।

আবু তালেবির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাগিরি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করেছে দেশটি।

সম্প্রতি তাকে জাতিসংঘে নিজেদের রাষ্ট্রদূত নিযুক্ত করেছিল ইরান। কিন্তু তালেবি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, এই কারণ দেখিয়ে তাকে ভিসা দিতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর তেহরানের যুক্তরাষ্ট্র দূতবাস অবরোধ করে এর ৫২ জন কর্মীকে ৪৪৪ দিন জিম্মি করে রেখেছিল দেশটির ইসলামি আন্দোলনের ছাত্র কর্মীরা।