এভারেস্টে বরফধসে ১২ শেরপা নিহত

মাউন্ট এভারেস্টের একটি ঢালে বরফধসে অন্ততপক্ষে ১২ জন স্থানীয় শেরপা নিহত হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৫ জন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 08:24 AM
Updated : 18 April 2014, 04:44 PM

স্থানীয় সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে বরফধসের এই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

এভারেস্টের বেসক্যাম্পের ঠিক ওপরে ১৯ হাজার ফুট উচ্চতায় ‘পপকর্ন ফিল্ড’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

২৯ হাজার ৩৫ ফুট উচ্চতার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের অনুকূল হওয়ায় অসংখ্য পর্বতারোহী নেপালে জড়ো হয়েছেন।

পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসূদন বারলাকতি জানিয়েছেন, উদ্ধার অভিযানের জন্য তিনটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শেরপারা সকাল সকাল হিমালয়ের ওই ধাপটিতে উঠে পর্বতারোহীদের সুবিধার জন্য দড়ি বাঁধতে ও পথ তৈরি করতে গিয়েছিলেন। আর ঠিক তখনি বরফধসের ঘটনা ঘটে।

১৯৫৩ সালে এডমান্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির চূড়ায় প্রথম মানব হিসেবে আরোহণ করার পর থেকে ৩ হাজারেরও বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। কিন্তু এভারেস্টের চূড়া জয় করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন।