কুকুর হল ‘মেয়র’

যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যের একটি ছোট শহরের ‘মেয়র’ নির্বাচিত হয়েছে একটি ব্লাডহাউন্ড জাতের কুকুর। নির্বাচনে কুকুরটির ছয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি গাধা, একটি বিড়াল, একটি নেকড়ে ও একটি সজারুও ছিল।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 09:12 AM
Updated : 17 April 2014, 09:12 AM

রাজ্যটির ছোট শহর ডিভিদে কোনো মেয়র না থাকায় নির্বাচন আয়োজনের খরচ তোলার জন্য অনানুষ্ঠানিক এ নির্বাচনের আয়োজন করা হয়েছিল বলে দ্য মিররের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

নির্বাচিত ‘মেয়র’ উদ্ধারকারী ব্লাডহাউন্ড পা কেটেল পেয়েছেন ২ হাজার ৩শ’ ৮৭টি ভোট। এর চেয়ে ৫৫ ভোট কম পেয়ে ‘ডেপুটি মেয়র’ নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কেয়ানি নামের একটি নেকড়ে।

এক হাজার ৭শ’ ৯০ ভোট পেয়ে ভাইসরয় নির্বাচিত হয়েছেন বুস্টার নামের একটি বিড়াল।

অনলাইনে এই ভোটের আয়োজন করেছিল টেলার কাউন্টির আঞ্চলিক প্রাণী আশ্রয়ন প্রকল্প।

এ নির্বাচনে মোট ১২ হাজার ৯১ ভোট পড়েছে। অনলাইনে দেয়া প্রতি ভোটে এক ডলার করে অর্থ উঠেছে।