সিরিয়ার বিদ্রোহীদের হাতে যুক্তরাষ্ট্রের তৈরি রকেট

সিরিয়ায় কয়েকটি অনলাইন ভিডিওতে বিদ্রোহীদের হাতে যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাংক বিধ্বংসী রকেট দেখা গেছে। দেশটির তিন বছরের যুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম উল্লেখযোগ্য অস্ত্র।

>>রয়টার্স
Published : 15 April 2014, 07:11 PM
Updated : 15 April 2014, 07:11 PM

১ থেকে ৫ এপ্রিলে এরকম প্রথম তিনটি ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে দুটো ভিডিও সরিয়ে ফেলা হয় এবং একটি ভিডিও এখনো ইউটিউবে আছে।

সিরিয়া যুদ্ধে এর আগে সরকারি বাহিনীর মাধ্যমে রাশিয়ার তৈরি রকেট এবং ইরানের ড্রোনের ব্যবহারের অভিযোগ উঠার পর যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী রকেটের খবর অন্তর্জাতিক সংশ্লিষ্টতায় নতুন মাত্রা যোগ করেছে।

তবে বিদ্রোহীদের মার্কিন ট্যাঙ্ক বিধ্বংসী বিজিএম-৭১ রকেট ব্যবহারের ওই ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

বিশ্লেষকদের ধারণা, অস্ত্রগুলো সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো মিত্র দেশ সরবরাহ করে থাকতে পারে।

তবে রকেটের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।