যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩ আফগান নিহত

আফগানিস্তানে পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিন আফগান নাগরিক নিহত হয়েছেন বলে সরকারিভাবে দাবি করা হচ্ছে।

>>রয়টার্স
Published : 15 April 2014, 06:55 PM
Updated : 15 April 2014, 06:55 PM

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে পূর্বাঞ্চলীয় খস্ত এলাকায় বিমান থেকে বোমা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) অভিযোগটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াই কিছুটা থেমে গেলেও নেটো বিমান হামলায় হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে।

এ নিয়ে তালেবান পরবর্তী আফগান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও বেশ তিক্ত হয়েছে।

একই কারণে ২০১৪ সালের পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থানের অনুমোদন দিয়ে নতুন চুক্তি স্বাক্ষরে সম্মত হননি প্রেসিডেন্ট হামিদ কারজাই।

দেশটিতে নতুন নির্বাচনের মাধ্যমে যখন গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে তখন এ ধরনের বিমান হামলা কূটনৈতিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।