নিখোঁজ বিমানের খোঁজে ভূখণ্ডে তল্লাশি চীনের

২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ মালয়শীয় এয়ারলাইন্সের বিমানের সন্ধানে এবার নিজেদের ভূখণ্ডে তল্লাশি শুরু করেছে চীন।

>>রয়টার্স
Published : 18 March 2014, 07:23 AM
Updated : 18 March 2014, 07:23 AM

এরআগে দেশটি তার আকাশ ও জলসীমায় ব্যাপক তল্লাশি চালিয়েছে।
মালয়শিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়াং হুইক্যাঙের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া মঙ্গলবার এ কথা জানায়।

বোয়িং কোম্পানির তৈরি ৭৭৭ মডেলের অত্যাধুনিক এই বিমানটি ৮ মার্চ, শনিবার দিনের শুরুতে রাত ১২টা ৪০ মিনিটে কুয়ালা লামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়। বিমানটির চীনের স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় বেইজিং বিমানবন্দরে নামার কথা ছিল।

কিন্তু কুয়ালা লামপুর ছেড়ে আসার এক ঘন্টার মধ্যেই কন্ট্রোল টাওয়ারের রেডারের পর্দা থেকে বিমানটি উধাও হয়ে যায়। ককপিটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল।