মোদিকে ‘ন্যায়পরায়ণ’ বলা হয়নি: উইকিলিকস

বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস বলছে, তারা কখনোই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে ‘ন্যায়পরায়ণ’ বা ‘সৎ’ বলে উল্লেখ করেনি।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2014, 05:53 AM
Updated : 18 March 2014, 06:18 AM

টুইটারে দেয়া ধারাবাহিক বার্তায় উইকিলিকস মঙ্গলবার এই দাবি করে বলে এনডিটিভি জানিয়েছে।

উইকিলিকস বলছে, তারা কখনোই মোদিকে ‘ন্যায়পরায়ণ’ বলে দাবি করেনি। “তিনি জনপ্রিয় কারণ তার ‘ভাবমূর্তি’ ‘ন্যায়পরায়ণ’-এর মতো”, টুইটারবার্তায় জানিয়েছে উইকিলিকস।

বিজেপি সমর্থকরা একটি পোস্টার ছাপিয়ে প্রচারণা চালায়, অ্যাসাঞ্জ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র মোদিকে ভয় পায় কারণ তিনি ন্যায়পরায়ণ।’

এই প্রচারণার পরিপ্রেক্ষিতেই উইকিলিকসের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।

অবশ্য, উইকিলিকসের পক্ষ থেকে এই বার্তা আসার পর বিজেপি বিষয়টিকে উড়িয়ে দেয়ার চেষ্টা করে। দলটির নেতা মুক্তার আব্বাস নাকভি বলেন, ‘মোদির ব্যাপারে আমাদের উইকিলিকস বা অ্যাসাঞ্জের প্রত্যয়নপত্র প্রয়োজন নেই।’