যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ হচ্ছে তামাক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকনগুলোতে তামাক জাতীয় পন্য বেচাকেনার পাশাপাশি ধূমপানও নিষিদ্ধ হচ্ছে।

নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2014, 01:19 PM
Updated : 25 Feb 2014, 01:19 PM

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইতোমধ্যে এ পদক্ষেপ নিয়েছে। বিবিসি বলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকানগুলোতে ১ মার্চ থেকে তামাক জাতীয় পণ্য বিক্রি বন্ধ হবে।

বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ এর আগেই ক্যাম্পাসের ভেতরে-বাইরে বিভিন্ন এলাকায় ধূমাপান নিষিদ্ধ করেছে।

স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নীতির সঙ্গে তামাক বেচাকেনা কিংবা ধূমপান পুরোপুরি সাংঘর্ষিক বলে মনে করে কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞা কার্যকর হলে সিগারেট, ই-সিগারেট এবং অন্যান্য চুষে খাওয়া তামাক এর আওতায় পড়বে।

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় আট হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সাতশ ভবন রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক এ পদক্ষেপের মধ্য দিয়ে ধূমপানের ওপর নিয়ন্ত্রণ আরো কঠোর করছে।

বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি সুসান ওয়েনস্টেইন বলেন, “বিশ্ববিদ্যালয় সমাজের স্বাস্থ্যসেবা ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। এখানে তামাক বিক্রি করা আমাদের অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির সঙ্গে সাংঘর্ষিক।”

যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়েও ধূমপান নিষিদ্ধ। তবে ই সিগারেট তামাকের অন্তর্ভূক্ত হবে কিনা তা নিয়ে দেশটিতে বিতর্ক চলছে।