হংকংয়ে ফ্লু আক্রান্ত ২০ হাজার মুরগি নিধন

হংকং বার্ড ফ্লু আক্রান্ত ২০ হাজার মুরগি নিধন শুরু করেছে। চীন থেকে আমদানি করা মুরগির মধ্যে এইচ৭এন৯ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2014, 06:50 PM
Updated : 28 Jan 2014, 06:50 PM

হোলসেল মার্কেটের সব মুরগিই নিধন করা হবে বলে জানিয়েছে হংকং সরকার। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, আমদানিও তিন সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে।

গত বছরের শুরুর দিকে এইচ৭এন৯ ভাইরাসে আক্রান্ত গৃহপালিত পাখি (যেমন মুরগি) থেকে মানুষও এ ফ্লু আক্রান্ত হয়।

চীনের ঝিজিয়াং প্রদেশে সম্প্রতি এইচ৭এন৯ ফ্লু আক্রান্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর পর থেকে প্রদেশটির তিনটি শহরে পোল্ট্রি মুরগির ব্যবসা বন্ধ রয়েছে।
সাংহাই শহরেও একই কারণে ৩১ জানুয়ারি থেকে পোল্ট্রির ব্যবসা তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে।

চীনে নববর্ষের ছুটির এ সময়ে (লুনার নিউ ইয়ার) সবাই যখন বিভিন্ন জায়গায় বেড়ানো এবং উৎসবে পালনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের পদক্ষেপ নেয়া হল। এধরনের উৎসব উপলক্ষ্যেই সাধারনত মুরগির বেচাকেনা হয় বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, চীন, হংকং ও তাইওয়ানে মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয় বেশি।

২০১৩ সালের শুরুতে এইচ৭এন৯ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত অন্তত ২০০ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে অন্তত ৫০ জন।