অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ

তীব্র দাবদাহের কারণে অস্ট্রেলিয়া ওপেন টেনিস টুর্নামেন্ট খেলা স্থগিত রাখা হলেও সামনে এর চেযে আরো তীব্র দাবদাহ আসছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2014, 08:00 AM
Updated : 16 Jan 2014, 08:00 AM

তিনদিন ধরে অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মেলবোর্নের তাপমাত্রা ৪০ সেন্টিগ্রেডের ওপরে রয়েছে। বৃহস্পতিবার ৪১ দশমিক ৭ সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে বিবিসি।

এখানেই অস্ট্রেলিয়ান ওপেনের খেলা চলছিল। মঙ্গলবার তীব্র গরমে এক টেনিস খেলোয়াড় ও এক বলবয় সংজ্ঞা হারিয়ে ফেলার পর সমালোচনার মুখে বুধবার টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয়া হয়।

এক প্রতিবেদনে অস্ট্রেলীয় জলবায়ু কাউন্সিল বলেছে, “উত্তপ্ত দিনের সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে। দাবদাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

“১৯৭১ থেকে ২০০৮ সালের মধ্যে দাবদাহ বিরাজের সময় ও এর তীব্রতা দুইই বেড়েছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে গ্রিনহাউস গ্যাস নিয়মিতভাবে বায়ুমণ্ডলে যেয়ে জমা হচ্ছে, আর এতে নিম্ন বায়ুমণ্ডলে আরো বেশি বেশি তাপ আটকা পড়ে যাচ্ছে।”

“এতে তীব্র গরম আবহাওয়া বৃদ্ধি পাওয়ার এবং দাবদাহগুলো আরো তীব্র হয়ে আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।”

সম্প্রতি ২০১৩ সালকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর বলে ঘোষণা করা হয়েছে।