বিশ্বে কার্বন নির্গমন বৃদ্ধির হার কমছে

বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নির্গমণ বৃদ্ধির হার ‘স্থায়ীভাবে কমা’র প্রথম লক্ষণ দেখতে পাচ্ছেন গবেষকরা।

আন্তর্জাতিক ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2013, 03:54 PM
Updated : 31 Oct 2013, 06:32 PM

নতুন একটি গবেষণা প্রতিবেদনে ২০১২ সালে কার্বন নির্গমন বিগত দশকের চেয়ে গড়ে অর্ধেকেরও কম বেড়েছে।

যুক্তরাষ্ট্রে জ্বালানির জন্য শেইল গ্যাসের ব্যবহার এবং চীনে জিলবিদ্যুতের ব্যবহার ২৩ শতাংশ বাড়ার কারণে এ লক্ষণ দেখা যাচ্ছে।

তবে সস্তা কয়লার ব্যবহার এখনো কার্বন নির্গমণের একটি কারণ হয়ে বিরাজ করছে। যুক্তরাজ্যে এর ব্যবহার প্রায় একচতুর্থাংশ বেড়েছে।

বিশ্বে কার্বন নির্গমনের ধারা নিয়ে এ বার্ষিক প্রতিবেদন তৈরি করে থাকে ‘নেদারল্যান্ডস এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট এজেন্সি’ এবং ‘ইউরোপীয় কমিশনস জয়েন্ট রিসার্চ সেন্টার’।

এ প্রতিবেদনে দেখা গেছে, কার্বন ডাই-অক্সাইড নির্গমন ২০১২ সালে নতুন করে রেকর্ড ৩ হাজার ৪৫০ কোটি টন হয়েছে।

তবে বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড ৩ দশমিক ৫ শতাংশ বাড়লেও কার্বন ডাই অক্সাইড নির্গমণ বৃদ্ধির হার দেখা গেছে মাত্র ১ দশমিক ৪ শতাংশ ।

চীনে কার্বন নির্গমন ৩ শতাংশ বাড়লেও গত দশকজুড়ে কার্বন নির্গমন বার্ষিক প্রায় ১০ শতাংশ বৃদ্ধির তুলনায় এ হার কম।