২৬ ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে ৩,৫০০ ইসরায়েলি বসতি!

অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন করে ৩,৫০০ বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

>>রয়টার্স
Published : 31 Oct 2013, 03:15 PM
Updated : 31 Oct 2013, 03:15 PM

কারাগার থেকে ২৬ ফিলিস্তিনি বন্দি মুক্তির পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহুর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ নির্দেশ অনুযায়ী প্রথম দিকে ১,৫০০ বসতি নির্মাণ করা হবে। এরপর নির্মাণ করা হবে আরো ২,০০০ বসতি।

এর আগে, বুধবার ইসরায়েল জানিয়েছিল, পশ্চিম তীরের রামা স্লোমতে ১,৫০০ বসতি নির্মাণ করা হবে।

ফিলিস্তিনি বন্দি মুক্তি দেয়া নিয়ে ইসরাইলিদের ক্ষোভ প্রশমনের চেষ্টায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি বাড়ি নির্মাণের এ অনুমোদন দেন বলে মনে করা হচ্ছে।

ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীরের অন্যান্য স্থানে ২ হাজার হাউজিং ইউনিট গড়ে তোলা হবে।

তবে এ প্রকল্পটি এ মুহূর্তে পরিকল্পনার পর্যায়ে আছে বলে জানান তিনি।

ফিলিস্তিন কর্তৃপক্ষ এ পদক্ষেপকে শান্তি প্রচেষ্টার জন্য ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনার পরিবেশ ধরে রাখতে ঘোষিত ১০৪ জনের মধ্যে দ্বিতীয় ধাপে আরো ২৬ ফিলিস্তিনি বন্দিকে বুধবার মুক্তি দেয় ইসরায়েল।

এর আগে প্রথম ধাপে অপর ২৬ জন বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি।