সিডনিতে কোয়ান্টাস বিমানে সাপ!

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে কোয়ান্টাস এয়ারলাইন্সের বিমানে পাওয়া গেছে একটি সাপ। কোয়ান্টাসের বোয়িং ৭৪৭ বিমানের কেবিনের দরজায় সাপটি পাওয়া যায়।

আন্তর্জাতিক ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2013, 12:35 PM
Updated : 23 Sept 2013, 01:39 PM

এ ঘটনার পর জাপানগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। এতে আটকা পড়েন অন্তত ৩৭০ জন যাত্রী।

বিবিসি জানায়, রোববার যাত্রীরা বিমানে ওঠার আগেই ২০ সেন্টিমিটার লম্বা মানডারিন র্যা ট সাপটি কেবিনে খুঁজে পান কর্মীরা।

কিন্তু সেটি কিভাবে বিমানে এল তা জানা যায়নি। এ ধরনের সাপ সাধারণত এশিয়ার দেশগুলোতেই দেখা যায়।

সাপটি বিষাক্ত না হলেও ওই ঘটনার পর ফ্লাইট বদল করে যাত্রীদের জন্য সোমবার সকালে আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়। এ ফ্লাইট এরই মধ্যে টোকিওর পথে রওনা হয়েছে।

সাপটি কি করে বিমানে ঢুকেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ নিয়ে দ্বিতীয়বার কোয়ান্টাস বিমানে সাপ পাওয়ার ঘটনা ঘটল। এর আগে, এ বছরের জানুয়ারিতে একটি পাইথন সাপ কোয়ান্টাস বিমানে পাওয়া যায়।