পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪৭

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

.রয়টার্স
Published : 16 Feb 2013, 11:19 AM
Updated : 16 Feb 2013, 11:19 AM

নিহতদের অধিকাংশই শিয়া মতাবলম্বী বলে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-জাংভি নামের একটি সংগঠন।

শনিবার সন্ধ্যারাতে কোয়েটার হাজার টাউন এলাকায় একটি সব্জিবাজারে এ বোমা হামলা হয়।

নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়াজির খান নাসির বলেন, “মটরসাইকেলের সঙ্গে যুক্ত করে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।”

“শিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক সন্ত্রাসী হামলার অংশ হিসেবে এটা করা হয়েছে।”

হামলায় ১৩০ জন আহত হয় বলেও জানান তিনি।

লস্কর-ই- জাংভির এক মুখপাত্র এ হামলার দায় স্বীকার করেন।

গত মাসেও কোয়েটায় বোমা হামলায় প্রায় একশ’ মানুষের মৃত্যু হয়। সেই হামলারও দায় স্বীকার করে লস্কর-ই- জাংভি। ওই হামলার পর পাকিস্তানের বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করে শিয়া মতাবলম্বীরা।

গত বছর সন্ত্রাসী হামলায় পাকিস্তানে চারশ’র বেশি মানুষ নিহত হয়। তারপরেও এসব হামলার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি।