পাকিস্তানে সেনা চৌকিতে হামলা, নিহত ৩৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি সেনা তল্লাসিচৌকিতে জঙ্গি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

.রয়টার্স
Published : 2 Feb 2013, 05:50 AM
Updated : 2 Feb 2013, 06:31 AM

শনিবার সকালে খাইবার পাখতুনখা প্রদেশের লাকি মারওয়াতে এ হামলা হয়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৩ সেনা সদস্য এবং কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় অন্তত ১২ জঙ্গি নিহত হন।

এক কর্মকর্তা বলেন, সেনা তল্লাসিচৌকিতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। নিহত দুই জনের শরীরে বেল্টের সঙ্গে বিস্ফোরক ছিল।

হামলার পর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চার ঘণ্টা বন্দুকযুদ্ধ হয় বলে জানান আরেক কর্মকর্তা।

কর্মকর্তারা বলেন, সেনা ক্যাম্পের সামনের একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়। এতে একটি পরিবারের ১০ জন নিহত হন।

হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান বলেছে, গত মাসে উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তাদের দুই কমান্ডার নিহতের বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।

তালেবান মুখপাত্র বলেন, “ড্রোন হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে পাকিস্তান এবং এ হামলায় আমাদের দুই জ্যেষ্ঠ কমান্ডার ফয়সাল খান ও তুফানি নিহত হয়েছেন। তাদের হত্যার বদলা হিসেবে সেনা ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে।”

চারজন আত্মঘাতী সেনা তল্লাসিচৌকিতে হামলা চালায় জানিয়ে তিনি বলেন, এতে এক ডজনের বেশি সেনা সদস্য নিহত হয়েছে।