যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, বাড়িঘর ধ্বংস

যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের বাল্টিমোরে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 08:18 PM
Updated : 10 August 2020, 08:18 PM

ধ্বংস হয়েছে কয়েকটি বাড়ি। ধ্বংসস্তুপের নিচে শিশুসহ আরও অন্তত পাঁচজন চাপা পড়েছে বলে জানিয়েছে দমকলকর্মীরা।

‘বাল্টিমোর সান’ দমকল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণ ঘটেছে। তবে বলেছে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি।

সিএনএন জানিয়েছে, কর্মকর্তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপে আটকে পড়াদের সন্ধান করছে।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা ব্লেয়ার এডামস বলেন, বাল্টিমোরের ওই আবাসিক এলাকায় গ্যাস বিস্ফোরণে তিনটি বাড়ি ধ্বংস হয়ে মাটিতে মিশে গেছে। টন টন ধ্বংসস্তুপ মাটিতে ছড়িয়ে আছে। উদ্ধার তৎপরতা চালাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

দমকলকর্মীরা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। চাপা পড়া আরও একজনের সঙ্গে উদ্ধারকারীরা যোগাযোগ করছে। তার কাছে পৌঁছার চেষ্টা চলছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হওয়ার কথা জানিয়েছে বাল্টিমোর ফায়ারফাইটারস ইউনিয়ন।

বাল্টিমোর গ্যাস এন্ড ইলেকট্রিক কো. এবং বাল্টিমোরের জরুরি ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।

বিস্ফোরণস্থলের কাছেই থাকা এক বাসিন্দা ঘটনার বর্ণনায় বলেছেন, “বিপর্যয়কর ঘটনা। এটি ছিল বোমা বিস্ফোরণের মত। অন্য কোনও দেশে বোমা হামলা বা এধরনের কিছু দেখলে যেমন লাগে অনেকটা সেরকম। সে জিনিসটাকেই বাস্তবে ঘটতে দেখার মত ব্যাপার ছিল এটি। টেলিফোনের খুঁটি উপড়ে গেল, বাড়িঘর ভেঙে পড়ল, কাচ ভাঙল।”

“যখন প্রথম সেখানে গেলাম, কেবল একটি  আওয়াজই শুনতে পেলাম ‘বাঁচাও’।