উ. কোরিয়া সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র: ম্যাটিস

উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 04:28 PM
Updated : 26 Sept 2017, 04:29 PM

দুই দেশের তুমুল বাকযুদ্ধের মধ্যে উত্তেজনার পারদ কমিয়ে মঙ্গলবার একথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

ভারত সফররত ম্যাটিস দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হুমকি মোকাবেলা করার ক্ষমতা আমরা রাখি। কিন্তু কুটনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের সম্ভাব্য প্রচেষ্টাকেও আমরা সমর্থন করি।”

“এ সংকট কূটনৈতিক পন্থায় সমাধানই আমাদের লক্ষ্য এবং আমার বিশ্বাস এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও অত্যন্ত পরিষ্কার।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর ‍কোরিয়ার মধ্যে শুরু থেকেই কথার লড়াই চলছে।

সম্প্রতি পিয়ংইয়ংয়ের ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর এ বাকযুদ্ধ মারাত্মক রূপ ধারণ করেছে।

এক পক্ষ আরেক পক্ষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।